১২৮ জন নিরীহ মানুষকে মেরে ‘প্রতিশোধ’ নিয়েছিলো আইএস

|

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠি আইএসের ঘাঁটি দেইর এজোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আল-কারাতাইন শহরের অবস্থান। এটিও এক সময় ছিল জঙ্গিদের নিয়ন্ত্রণে। কিন্তু সম্প্রতি সিরীয় সরকার ও মার্কিনীদের যৌথ বিমান হামলা এবং কুর্দি-আরব যোদ্ধাদের স্থল অভিযানে আল-কারাতাইন আইএস-মুক্ত হয়।

এরপর আবার এ মাসের শুরুতে এক আকস্মিক হামলায় শহরটি পুনর্দখল করে আইএস। তখন আগেরবার তাদেরকে বের করে দেয়ার ‘প্রতিশোধ’ হিসেবে হত্যাযজ্ঞে মাতে জঙ্গিরা। সিরিয়ান সেনা এবং বিরোধী যোদ্ধাদের ওপর বর্বরতা চালিয়েই ক্ষান্ত দেয়নি তারা। স্থানীয় বেসামরিক মানুষদেরও ধরে ধরে হত্যা করে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি অব হিউম্যান রাইটস সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই সময় আইএসের চালানো বর্বরতার চিত্র ফুটে ওঠেছে। কারাতাইনের সাধারণ মানুষের ওপর আইসের চালানো হত্যাযজ্ঞের তথ্য সরকারি সূত্রও দিয়েছিল। তবে এখন সিরিয়ান অবজার্ভেটরি অব হিউম্যান রাইটস তাদের নিজস্ব অনুসন্ধানে এর প্রমাণ পেল। শহরটিতে বসবাসরত অন্তত ১২৮ জন নিরীহ নারী-শিশু-পুরুষকে বর্বর কায়দায় হত্যা করে আইএস। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply