ব্রাজিলের ফোর্টালেজায় ৩০০ সেনা সদস্য মোতায়েন

|

অপরাধমূলক সহিংসতা মোকাবেলায় ফোর্টালেজা শহরে অন্তত ৩০০ সেনা সদস্য মোতায়েন করেছে ব্রাজিল সরকার।

শনিবার দেশটির আইন ও বিচার মন্ত্রণালয় সেনা মোতয়নের এ নিদের্শ দেয়।

চলতি সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি হামলার পরই এ সিদ্ধান্ত নেন আইনমন্ত্রী সার্গিও মোরো। এর আগেও, অপরাধ হ্রাসে তার গৃহীত ‘অপারেশন কার ওয়াশ’ বেশ কার্যকরী ও প্রশংসামূলক ছিলো।

মোতায়নকৃত সেনারা এরইমাঝে দোকান, ব্যাংক এবং গণ-পরিবহনগুলোয় টহল-তল্লাশি চালানো শুরু করেছে। মূলত ব্রাজিলের কারাগারগুলোর বেশিরভাগ নিয়ন্ত্রণ থাকে অপরাধী চক্রের হাতে। সম্প্রতি, কারা কর্তৃপক্ষ জেলে মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিলে, প্রতিবাদস্বরূপ বাইরে চালানো হয় নাশকতা।

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের জরিপ অনুসারে, ব্রাজিলে ৭ লাখের বেশি মানুষ কারাভোগ করছেন। যুক্তরাষ্ট্র ও চীনের পরই তালিকায় দেশটির নাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply