ইসিতে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট

|

শপথ নেননি ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীরা, নেবেনও না। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি আসনের ধানের শীষের প্রার্থীরা আলাদাভাবে মামলা করবেন নির্বাচনী ট্রাইব্যুনালে। এছাড়া, ভোট কারচুপির নানা তথ্য-উপাত্ত-সহ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট। নেতাদের অভিযোগ, নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে প্রহসন করেছে সরকার।

গুলশানে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান বিএনপি মহাসচিব। নিজেদের অভিযোগ সম্বলিত স্মারক লিপি জমা দেন প্রধান নির্বাচন কমিশনার বরাবার। দাবি জানান, নিরপেক্ষ সরকারে অধীনে নতুন নির্বাচনের।

এসময় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন, সরকারের স্বেচ্ছাচারিতা আর ইসির নিরপেক্ষতার অভাবেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply