বই উৎসবে মেতেছে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা

|

নতুন বছরে সারাদেশের মতো বই উৎসবে মেতেছে পাহাড়ের ক্ষুদে শিক্ষার্থীরা। পাবর্ত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে বিভিন্ন স্কুলে নানা আয়োজনে বিতরণ করা হয়ে নতুন বই।

পার্বত্য এই জেলাগুলোতে শিশুদের হাতে বাংলার পাশাপাশি তদের নিজস্ব নৃ-তাত্ত্বিক ভাষার বইও দেয়া হয়েছে। তবে রাঙ্গামাটিতে এখনো মারামা আর ত্রিপুরা ভাষার বই আসেনি ।

নুতন বছরে নতুন বইয়ের এই উৎসব শিশুদের কতটা আনন্দ দেয় তা কেবল ভাষায় নয়, গান ও নাচের মুদ্রায় জানিয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা। বড়দের পাশাপাশি সুর আর তালে শিশুদের নৃত্য মুগ্ধতা ছড়ায় রাঙ্গামাটিতে।

রাঙ্গামাটিতে বনরুপা মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

বই উৎসব হয়েছে বান্দরবানেও। রাজার মাঠে ক্ষুদ্রে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

খাগড়াছড়ির পানখাইয়াপাড়া বিদ্যালয়ে বই উৎসবের ‍উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply