গ্যাসের আগুনে ঘুমের মধ্যে দগ্ধ হলেন ৮ জন

|

রাজধানীর ডেমরায় একটি বাসায় ঘুমন্ত অবস্থায় গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন শিশুসহ ৮ জন। এদের মধ্যে ৭ জন একই পরিবারের। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার রাত তিনটার দিকে ডেমরার কোনাপাড়ায় তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লাগে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন ৮ জন। ভোর ৪টার দিকে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে। স্বজন ও দগ্ধ ব্যক্তিরা জানান, শোয়ার আগেই গ্যাসের গন্ধ পেয়েছিলেন তারা।

অনেকদিন ধরেই বাসার গ্যাস লাইন বার লিক হচ্ছিল, যা বাড়ির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে একাধিকবার জানানো হয়েছিল।

দগ্ধদের মধ্যে শিপন, আরিফ ও রত্না নামে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঢামেকের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম।

স্থানীয় সাত্তার মিয়ার মালিকানাধীন ওই বাড়িতে দু’মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন অটোচালক আলমগীর হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply