ভোটের দিনে আবহাওয়া কেমন হতে পারে?

|

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। পৌষের এই কনকনে শীতেও কাল সারাদেশে বইবে ভোটের উত্তাপ। ইতিমধ্যেই রাজধানী ঢাকা ছাড়া দেশের সব বিভাগেই চলছে মাঝারী থেকে তীব্র শৈতপ্রবাহ।

তবে আবহাওয়াবিদরা বলছেন শৈত্যপ্রবাহের তীব্রতা রাতে বেশি থাকে বিধায় সকাল বেলায় ভোট দিতে খুব একটা সমস্যায় পড়তে হবে না ভোটারদের। একইসাথে নির্বাচনের দিন দেশের কোথাও বৃষ্টিপাতেরও কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।

ভোটের আগের দিন আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিলো কুড়িগ্রামে ৫.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে ছয়ের নিচে এসেছে রাজশাহী, পঞ্চগড়, আর চুয়াডাঙ্গায়ও। নির্বাচনের দিনেও তীব্র শৈতপ্রবাহের পূর্বাভাস মিলছে দেশের উত্তর আর দক্ষিণাঞ্চলে।

এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ভোলা, শ্রীমঙ্গল সহ বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও চলছে শীতের প্রকোপ এবং তা অব্যাহত থাকবে নির্বাচনের দিনও।

তবে আবহাওয়া যাই হোক শীত উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলছেন ভোটাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply