পুলিশের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ সুলতান মনসুরের

|

মৌলভীবাজার প্রতিনিধি

পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া এবং হামলার অভিযোগ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আজ বৃহস্পতিবার নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে অতি উৎসাহী পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতায় মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ সমর্থকদের উপর হামলা, গায়েবী মামলা, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি চলছে। এখন পর্যন্ত প্রায় ৬শ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতাদের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাথে তাদের ঐক্য হয়েছে। বিএনপি কাকে কোথায় দিয়েছে সেটি বিএনপির ব্যাপার। মৌলভীবাজার-২ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও উল্লেখ করেন ধানের শীষের এ প্রার্থী। তবে ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবেন বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply