ভয়ভীতির কাছে নত না হয়ে ভোট: ইসি মাহবুব তালুকদার

|

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। সহিংসতা ও নির্বাচন একসাথে চলতে পারে না।

বুধবার সকালে ইসিতে হওয়া এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে প্রায় সবাই উদ্বিগ্ন। নির্বাচন গ্রহণযোগ্য না হলে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলাদেশ। তিনি নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান আইন-শৃঙ্গলারক্ষাকারী বাহিনীকে।

রির্টানিং কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহবুব তালুকদার বলেন, কোন কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করবে না। ভয়ভীতির কাছে মাথা নত না করে নিজেদের ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply