বিএনপির প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগের রায় চেম্বার আদালতে বহাল

|

আসন্ন সংসদ নির্বাচনে আপিল বিভাগ কর্তৃক বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দেয়া রায় বহাল রেখেছে চেম্বার আদালতও।

চেম্বার আদালতে প্রার্থিতা বাতিল অব্যাহত থাকা প্রার্থীরা হলেন,  ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিম উদ্দিন, রংপুর-১ আসনে মো. আসাদুজ্জামান, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ, রাজশাহী ৫ আসনে নাদিম মোস্তফা, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ ও জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমানের প্রার্থীতা স্থগিত এর আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।

এছাড়াও ময়মনসিংহ-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ও নীলফামারী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিতের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।

অন্যদিকে নওগাঁ ১ এ মোঃ সালেক চৌধুরীর পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ বহাল রেখেছে চেম্বার আদালত

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউর প্রার্থীতা ফিরিয়ে দেয়ার নির্দেশ বহাল রাখার পাশাপাশি সিলেট-৫ আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার প্রার্থীতা বৈধতা দিয়েছে হাইকোর্ট


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply