৪৭ বছর পরেও ভোট দিতে আন্দোলন করতে হয়, এটা লজ্জার: কামাল হোসেন

|

৪৭ বছর পরেও মানুষকে ভোট দিতে আন্দোলন করতে হয়, এটা লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময়, যারা স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না তারাই মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, বেআইনী আদেশ মানা অপরাধ। সবচেয়ে বড় অপরাধী তারা যারা বেআইনি আদেশ দিয়েছে। আপনারা মুক্তিযুদ্ধের উত্তরসূরী হিসেবে সাধারণ জনগণের ওপর কোন নির্যাতন করবেন না।

সেনাবাহীনিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, শহীদ ও মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী হিসেবে আমাদের ভোট অধিকার রক্ষা করা ছাড়া আপনাদের দ্বিতীয় কোন দায়িত্ব নেই। এরপরিপন্থী আদেশ যারা দেয় তারা স্বাধীনতার শত্রু ও সংবিধানের চোখে অপরাধী। তাদের কথা শোনাও অপরাধ।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply