‘প্রয়োজনে প্রধান বিচারপতিকে ফিরিয়ে এনে বিচার করতে হবে’

|

হিলি প্রতিনিধি

মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে বিদেশে পাঠানো হয়নি। তিনি নিজের ইচ্ছায় গেছেন। তবে যদি যথাসময়ে তিনি দেশে ফিরে না আসেন তাহলে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ রয়েছে সেগুলি তদন্ত করে বিচার করতে হবে।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর নবনির্মিত ভবনের উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের সকল মুক্তিযোদ্ধাদের কবর রাষ্ট্রীয় খরচে একই ডিজাইনে করা হবে, যেন ৫০ বছর পরও মানুষ কবর দেখে চিনতে পারে এটি কোনো মুক্তিযোদ্ধার কবর।

এছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে সংরক্ষণ করে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply