সিরিজ নির্ধারণী ম্যাচের সম্ভাব্য একাদশে কারা আছেন?

|

প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে দাপুটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের জয় ছিনিয়ে নিয়ে সিরিজে দুর্দান্তভাবে কামব্যাক করেছে বাংলাদেশ। এখন ১-১ সমতায় ৩ টি-টোয়েন্টির সিরিজ। শিরোপা নির্ধারণী ম্যাচ বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। এ লড়াইয়ে জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ ঘরে তুলতে চায় টাইগাররা।

এর আগে কখনও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। এবার ষোলোকলা পূর্ণ করতে চায় স্বাগতিকরা। ফলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তারা। সেক্ষেত্রে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দ্বিতীয় ম্যাচের একাদশ রেখে দেয়ার সম্ভাবনাই বেশি। আর পরিবর্তন হলে একজন বাইরে চলে যেতে পারেন। বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্তর্ভুক্ত হতে পারেন নাজমুল ইসলাম অপু। সবশেষ ম্যাচে ৪ ওভার বল করে ৪৪ রান দিলেও কোনো উইকেট পাননি সাইফ।

জ্বরের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের খেলা নিয়ে শংকা দেখা দিয়েছিল। তবে সব শংকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে নামেন তিনি। জ্বর নিয়ে খেলেও অনন্য অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতান তিনি। তবে ফাইনালি লড়াইয়ে পুরো ফিট সাকিবকে পাচ্ছে বাংলাদেশ।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, ২. লিটন দাস, ৩. সৌম্য সরকার, ৪. সাকিব আল হাসান (অধিনায়ক), ৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. আরিফুল হক ৮. মেহেদি হাসান মিরাজ, ৯. মোহাম্মদ সাইফউদ্দিন/ নাজমুল ইসলাম অপু, ১০. আবু হায়দার রনি ও ১১. মোস্তাফিজুর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply