সর্বোচ্চ দরপতনে মার্কিন পুঁজিবাজার

|

হোয়াইট হাউজে সংকটের প্রভাব পড়েছে মার্কিন শেয়ারবাজারে। গেলো সপ্তাহে এক দশকের মধ্যে সর্বোচ্চ দরপতনের শিকার মার্কিন পুঁজিবাজার। বেশ কয়েকটি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বিভেদকেই শেয়ারবাজারে অস্থিরতার কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগ, ট্রাম্পের প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিরোধ ইত্যাদি রাজনৈতিক ইস্যুতে অনিশ্চয়তা তৈরি হয় শেয়ারবাজারে। বেশ কয়েকদিন ধরেই নিউইয়র্কের পুঁজিবাজারের তিনটি সূচকই নিম্নগামী। ২০ শতাংশ পতনের মুখে পড়ে প্রযুক্তিকেন্দ্রিক নাসডাক । কমপক্ষে দুই মাসের মধ্যে শেয়ার সূচক ২০ শতাংশ কমলে সেটাকে বিয়ার মার্কেট বা পতন প্রবণ বলা হয়। কয়েক বছর ধরে শেয়ারবাজারে বড় ধরণের লাভের পর মূলধন সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনেক বিনিয়োগকারী। এছাড়া কর্পোরেট মুনাফার বিষয়ে উদ্বেগ থেকেও অনেকে শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply