নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, বন্দরে সতর্কতা

|

স্থল নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। ছুটির দিন থাকায় রাস্তাঘাটে দুর্ভোগ কিছুটা কম। ঘরেই চাদর মুড়ি দিয়ে বৃষ্টি উপভোগ করছেন অনেকে। তবে কোনো কাজে যারা বাইরে বেরুচ্ছেন তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এই ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারাদিন। গত ২৪ ঘন্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে আজও তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি বর্তমানে ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অগ্রসর হচ্ছে আরও উত্তর দিকে।

তবে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে নিম্নচাপটি। এর প্রভাবে অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply