অবশেষে খুলে দেয়া হলো লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর

|

আকাশে ড্রোন দেখা যাওয়ার কারনে একদিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর ফ্লাইট চলাচলের জন্য অবশেষে খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এ সময়ের মধ্যে ৭৬৫টি ফ্লাইট আগমন ও উড্ডয়নের জন্য নির্ধারিত ছিল।

বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যারিস উডরফ বলেছেন, পুলিশ এখনো ড্রোন অপারেটরকে সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে তারা কোন পরিবেশ কর্মী।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায় পুলিশ কর্মকর্তারা এখনো ড্রোনটির অস্তিত্ব বা এর চালককে খুজে পায়নি।

সাসেক্স পুলিশের সহকারী প্রধান কন্সটেবল স্ট্যাভ ব্যারি বলেন, আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। আর বিভিন্ন অপরাধ চরিত্র ও আচরন অনুযায়ী এগুলো কোন সন্ত্রাসবাদী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছেনা বলেই মনে হচ্ছে বরং এগুলো কোন পরিবেশবাদী সংস্থার কর্মীদের কাজ হতে পারে। পুলিশ জানায়, তারা বৃহস্পিবার স্থানীয় সময় রাত ১০টায় সর্বশেষ ড্রোনগুলো দেখে।

বিমানবন্দরের ট্রন্সপোর্ট সিকিউরিটি কর্মকর্তা চ্যারিস গ্র্যালিং বলেন, এটাকে কোন সন্ত্রাসবাদী কার্যক্রম বলে মনে হচ্ছেনা। তবে এটা আমাদের জন্য একটি শিক্ষনীয় ব্যাপার যাতে ভবিষ্যতে এরকমটা আর না ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply