শেষ মুহূর্তে সম্বিৎ ফিরে পাবে ইসি ও সরকার- আশা ফখরুলের

|

ফাইল ছবি

দেশে অবিশ্বাস্য পরিস্থিতি তৈরী করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন অবস্থায় অবাধ-সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই। তবে তার আশা, ভোটের শেষ মুহূর্তে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দেশপ্রেম-দায়িত্ববোধের সৃষ্টি হবে।

সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমানে নির্বাচন একটি তামাশা বা প্রহসনে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। প্রতিদিন গ্রেফতারের মুখোমুখি হচ্ছেন দলীয় নেতা-সমর্থকরা। মূলতঃ সেই আন্দোলনের প্রতিবাদ ও জনগণের অধিকার রক্ষার জন্যেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

তার অভিযোগ, নির্বাচনী মাঠে বিরোধীদের কোন প্রার্থীকে টিকতে দিচ্ছে না, তাহলে সমতা কিভাবে আসবে? ক্ষমতায় টিকে থাকতে সরকার, ইসি ও বিচার বিভাগ একজোট হয়েছে। বিরোধী দলগুলোকে পুরোপুরি কোনঠাসা করতেই; তফসিল ঘোষণার পরও দেয়া হচ্ছে মিথ্যা ও গায়েবী মামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply