কয়েকজন রিটার্নিং কর্মকর্তাকে উড়ো চিঠি দিয়ে হুমকি

|

কয়েকজন রিটার্নিং অফিসারকে হুমকি দিয়ে উড়ো চিঠি দিয়েছে দুবৃত্তরা। গত কয়েকদিন ধরে ডাকযোগে বেনামে ওই চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর, নাটোর ও সিরাজগঞ্জের ডিসি। চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার, বিভাগীয় কমিশনার ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে- নির্বাচনে নিরপেক্ষতা বজায় না রাখলে ডিসি ও তার পরিবারকে দেখে নেয়া হবে।

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম জানান, গত বুধবার তার অফিসের ঠিকানায় লাল কালিতে ‌’অতীব গোপনীয় বিষয়’ লেখা নাম ঠিকানাহীন এক চিঠিতে এই হুমকি দেয়া হয় বলে জানান তিনি।

ওয়াহিদুল ইসলাম জানান, নাম ঠিকানাবিহীন এক পাতার চিঠিতে তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার এ হুমকি দেওয়া হয়েছে। তিনি এই চিঠির বিষয়টি ইতিমধ্যেই বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, পুলিশের ডিভিশনাল আইজি এবং গোয়েন্দা বিভাগকে লিখিত আকারে জানিয়েছে বলেও জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply