লঘুচাপে সাগর উত্তাল, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

|

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফেথাই’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে। এরপর থেকে ওই রাজ্যের উপকূলে স্থল নিম্নচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে।

বর্তমানে লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে সাগর উত্তাল। লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া কিছুটা বৈরী রয়েছে। এ অবস্থায় বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি এক পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। আর এ সময়ে সাগর উত্তাল থাকবে। তাই কক্সবাজার, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জন্য বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply