শিশু রাকিন হত্যা মামলায় ২ জন আটক

|

গাজীপুরে চাঞ্চল্যকর শিশু রাকিন হত্যা মামলায় জড়িত থাকার দায়ে পারভেজ শিকদার ও ফয়সাল আহমেদ নামের দু’জনকে আটক করেছে র‍্যাব। রোববার রাতে গাজীপুরের শ্রীপুর ও জয়দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মুক্তিপণের জন্য প্রথমে অপহরন ও পরে রাকিনকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটককৃতরা।

র‍্যাব জানায়, শ্রীপুরের ফাউগান গ্রামে শিশু রাকিনের বাসায় থেকে পড়াশোনা করতো পারভেজ শিকদার। অপরাধমূলক অনুষ্ঠান দেখে মুক্তিপণের জন্য রাকিনকে অপহরণের পরিকল্পনা করে দুই বন্ধু।

এজন্য, ৬ মাস আগে রাকিনের বাবার মোবাইল ফোর চুরি করে পারভেজ। পরিকল্পনা মতে, পাঁচ ডিসেম্বর রাকিনকে অপহরণের পর সেই চুরি করা ফোন থেকেই তার বাবাকে মুক্তিপণের টাকার জন্য ফোন করে পারভেজ। ফোনে টাকা রিচার্জ করার একই এলাকার একটি দোকানে চিরকুটে মোবাইল নাম্বার লিখে চলে যায় আসামিরা। সেই চিরকুটের সূত্র ধরেই আসামিদের ধরা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply