মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে

|

মিস ইউনিভার্স-২০১৮ নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে। ৯৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ খেতাব অর্জন করেন। সোমবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখানে মুকুট উঠে ২৪ বছর বয়সী গ্রে’র মাথায়।

ক্যাট্রিওনার জন্ম অস্ট্রেলিয়ায়। আমেরিকায় পড়াশোনা করেছেন মিউজিক নিয়ে। এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই আলোচনায় ছিল।

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এবারের আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন। তৃতীয় স্থানে আছেন ভেনিজুয়েলার স্টেফানি গুতিরেজ।

এবারের সুন্দরী প্রতিযোগিতায় স্বাগতিক দেশের সোফিদা কানচানারিন ১০ম স্থান অধিকার করে।

এদিকে, ক্যাট্রিওনার জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন ফিলিপাইনের নাগরিকেরা। বিশ্ব দরবারে ফিলিপাইনের সৌন্দর্য ও আভিজাত্য তুলে ধরে জয়ী হওয়ায় ক্যাট্রিওনাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply