সিইসি’র বিরুদ্ধে বিএনপি প্রার্থীর সাথে আঁতাতের অভিযোগ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের

|

তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর

“কামাল ইবনে ইউসুফ যখন বিএনপি সরকারের মন্ত্রী, কে এম নুুরুল হুদা তখন ফরিদপুরের জেলা প্রশাসক ছিলেন। তাই তাদের মধ্যে ভালো যোগাযোগ রয়েছে। কামাল ইবনে ইউসুফ চাইলেই তাঁর সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু সিইসি আমার ফোন ধরেনও না, ব্যাকও করেন না। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন সিইসি কে এম নুরুল হুদার সাথে বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সাথে অন্য রকম আঁতাত রয়েছে। তাই তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন।

রোববার দুপুর ১২টায় ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে এক নির্বাচনী জনসভায় ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ আরও বলেন, “নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে আমার কর্মী ইউসুফকে পিটিয়ে মেরেছে বিএনপির নেতাকর্মীরা। আমি নির্বাচন কমিশনের নালিশ করবো কি, উল্টো আমাদের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে অভিযোগ করছেন, বিএনপি নাকি নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে পারছেন না। তিনি অতিথি পাখির মতো ১০ বছর পর এলাকায় ভোট চাইতে এসেছেন, জনগণ তার সাথে নেই সে কিভাবে একা একা প্রচারণা চালাবে?”

জনসভায় অন্যন্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক বরকত ইব্নে সালাম প্রমুথ বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply