আবারও হোঁচট খেলো ট্রাম্পের নির্বাহী আদেশ

|

আবার হোঁচট খেলো ৮টি দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ। বুধবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও হাওয়াইয়ের একটি আদালত প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয়।

আদালতের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন নীতির পরিপন্থী, ট্রাম্পের এই নির্বাহী আদেশ। ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কোন সুযোগ নেই তার। নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর ১৫ কোটি নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া মার্কিন স্বার্থের পরিপন্থী বলেও উল্লেখ করেন আদালত। অবশ্য নিষেধাজ্ঞা দেয়া ৮ দেশের মধ্যে ৬টি দেশের নাগরিকের ব্যাপারে মনোভাব তুলে ধরেছে আদালত। ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকছে আগের মতোই। আদালতের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউজ। গেলো মাসে আগের ৬ দেশের সাথে ভেনেজুয়েলা, চাদ ও উত্তর কোরিয়াকে যুক্ত করে নতুন করে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply