বিএনপি প্রার্থীর সঙ্গে তোফায়েল আহমেদের কোলাকুলি

|

ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এক ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন। শনিবার সকালে তোফায়েল তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এবং এলাকায় গণসংযোগ ও নৌকার জন্য ভোট চান।

ক্ষমতাসীন দলের এই হেভিওয়েট প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ ব্যতিক্রমী প্রচারণাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে রাজনৈতিক কোনো হানাহানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারোর প্রচারণায় কেউ বাধা সৃষ্টি করছে না।

একই কথা জানান বিএনপি প্রার্থী গোলাম নবী। দুই প্রার্থীই শহরে গণসংযোগ করেন।

এদিকে তোফায়েল আহমেদের এ ধরনের প্রচারণার ফলে নির্বাচনের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন হয়- এমনটা মনে করেন ভোটাররা।

এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড়, সদর রোড,মহাজনপট্টি,কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলার প্রধান সমস্যা ছিল নদীভাঙন। তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। তা-ও করব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply