কামাল হোসেন ও নেতা-কর্মীদের ওপর হামলার বিচার চেয়ে ইসিতে বিএনপির চিঠি

|

ডক্টর কামাল হোসেন ও ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলার বিচার এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলো বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ার পারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেন হোসেন আলাল যান ইসিতে। প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা চিঠিতে ঐক্যফ্রন্টের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার জরুরি তদন্ত এবং মদদদাতা’দের দ্রুত চিহ্নিত করার দাবি জানানো হয়। এধরণের ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়, প্রতিনিধি দলটি।

এছাড়া, দেশজুড়ে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার এবং হামলা থেকে রক্ষায় ইসির নির্দেশনা কামনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply