ড. কামালকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাংবাদিক নেতাদের

|

জামায়াত প্রশ্নে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয়ায় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন ড. কামাল হোসেন। দেশের দুঃসময়ে তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু জামায়াত-শিবিরের দুঃসময়ে তিনি ঠিকই হাজির হন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মন্তব্যের জন্য ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে সাংবাদিক সমাজও পাল্টা ব্যবস্থা নেবে। প্রয়োজনে ঐক্যফ্রন্টের কোনো সংবাদ গণমাধ্যম আর তুলে ধরবে না।

মানববন্ধনে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply