চুয়াডাঙ্গায় বিএনপির ৪ টি নির্বাচনী অফিসে আগুন

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর প্রধান নির্বাচনী অফিসসহ ৫টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জীবননগর উপজেলায় এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর জীবননগর উপজেলা শহরের প্রধান নির্বাচনী কার্যালয়ে ১০/১৫ জনের অজ্ঞাত একটি দুর্বৃত্ত দল হামলা চালায়। এ সময় তারা অফিসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের ভিতরে থাকা দুইটি মোটর সাইকেল, ২টি টিভি, দুই শতাধিক চেয়ার ও নির্বাচনী জরুরী কাগজপত্র পুড়ে যায়।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান জানান, শুধু তাদের প্রধান নির্বাচনী অফিস নয়, উপজেলা শহরের ৩ নং ওয়ার্ড, ৫ ও ৮ নং ওয়ার্ডসহ পিয়ারাতলা মোড়ে তাদের নির্বাচনী অফিসগুলোতে ধারাবাহিকভাবে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

জেলা রিটানিং অফিসার (জেলা প্রশাসক) গোপাল দাস জানান, বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। কোনভাবেই নির্বাচনী পরিবেশ বিঘ্নকারীদের ছাড় দেওয়া হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply