প্রবৃদ্ধির তুলনায় কাঙ্খিত মাত্রায় বাড়ছে না কর্মসংস্থান: অর্থমন্ত্রী

|

প্রবৃদ্ধির তুলনায় কাঙ্খিত মাত্রায় বাড়ছে না কর্মসংস্থান। আগে যেখানে ২ দশমিক ৭ ভাগ হারে কর্মসংস্থান হতো, এখন তা ১ দশমিক ৮ ভাগে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক থেকে নেয়া ঋণের অর্থ কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগানো হবে। সচিবালয়ে বিকেলে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

আগামী তিন বছরে ৭৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। তারই প্রথম কিস্তি ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড। আন্তর্জাতিক এই সংস্থা থেকে প্রাপ্ত ঋণের মধ্যে এটিই সর্ববৃহৎ একক ঋণ।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকখাত নাজুক, কাঠামোগত সংস্কার হচ্ছে। তবে অনিয়মের ক্ষেত্রে ব্যাংকাররা দায় এড়াতে পারেনা। নির্বাচনের আগে গবেষণা সংস্থা সিপিডি’র ব্যাংক খাত নিয়ে তথ্য বিশ্লেষণ রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply