৩২ দফা ইশতেহার ঘোষণা করেছে বামজোট

|

গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লুটপাট, দুর্নীতি বন্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস ও জনদূর্ভোগ লাঘব করার ৩২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ এই ইশতেহার ঘোষণা করা হয়।

জোটের ইশতেহারে বলা হয়, এই জোট ক্ষমতায় এলে, মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনীতির সংস্কার করা হবে। বামজোট থেকে ১৩১টি আসনে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।

ইশতেহারে আরো বলা হয়, ক্ষমতায় আসলে স্থানীয় সরকারের ক্ষমতায়ন, নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছুটা আশংকা থাকলেও শেষ পর্যন্ত ভোটের থাকবে বামজোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply