চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প অনুমোদন

|

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬শ’ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভা। এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এটিসহ মোট ১১টি প্রকল্প নিয়ে অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী জানায়, প্রকল্পটির আওতায় চট্টগ্রামের ৩৬টি খালের ৫ লাখ ২৮ হাজার ঘনমিটার মাটি খনন করা হবে। অপসারণ করা হবে সোয়া ৪ লাখ ঘনমিটার কাদা। বন্যার পানি সংরক্ষণে নগরীতে তৈরি করা হবে তিনটি জলাধার। চট্টগ্রাম মাস্টারপ্ল্যানের আওতায় সংস্কার করা হবে ড্রেনেজ ব্যবস্থা। সভায় মহেশখালীতে পাওয়ার হাব নির্মাণে ১৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এখানে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে নয়টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply