স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন দাস

|

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা। আহত হয়ে মাঠ ছাড়লেন লিটন দাস।

ইনিংসের দ্বিতীয় ওভারে লেগ স্টাম্পে ইয়র্কার ছুড়েছিলেন ওশানে থমাস। বলটি ফ্লিক করতে চেয়েছিলেন লিটন। তবে ব্যাটে-বলে হয়নি। সরাসরি আঘাত করে পেছনে পায়ের (ডান পা) গোড়ালিতে। বল চলে যায় লেগে। তা থেকে ১ রানও আসে। কিন্তু রান নিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোঝা যায় আঘাতটি জোরালো ছিল। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাতেও লাভ হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এ ওপেনার।

এদিকে, প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে উইন্ডিজ। এ ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। এ লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ওপেনার কাইরন পাওয়েলের স্থানে ঢুকিয়েছে চন্দ্রপল হেমরাজকে। তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply