৯৩ আসনে গোলাপ ফুল নিয়ে জাকের পার্টি

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে নির্বাচন করছে জাকের পার্টি। তাদের প্রতীক গোলাপ ফুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টি আর রক্তাক্ত বাংলাদেশ দেখতে চায় না। তাই শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাকের পার্টি সর্বাত্মক নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবে।

জাকের পার্টির প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করছেন সেগুলো হলো: মো. শাহনেওয়াজ (তোতা) মাদারীপুর-১, মো. আসাদুজ্জামান আকন মাদারীপুর-২, মো. বাদল কাজী শরীয়তপুর-২, মো. শামসুদ্দিন আহমেদ ঢাকা-১, আজাদ মাহমুদ ঢাকা-৪, রবিউল ইসলাম রবি ঢাকা-৫, বিপ্লব চন্দ্র বণিক ঢাকা-৭, মো. নজরুল ইসলাম লিটন ঢাকা-৮, মো. হুমায়ুন কবীর ঢাকা-৯, মো. জাকির হোসেন ঢাকা-১৪, আব্দুল মান্নান মিয়া ঢাকা-১৫, আলী আহমেদ ঢাকা-১৬, কাজী মো. রাশিদুল হাসান (রাশেদ) ঢাকা-১৭, মো. নুরুল ইসলাম ঢাকা-১৯, মুরাদ হোসেন জামাল, নারায়ণগঞ্জ-৩, মোর্শেদ হাসান জামাল নারায়ণগঞ্জ-৫, মো. আমিনুল ইসলাম মামুদ (আরিফ) গাজীপুর-৫, মো. নাসির উদ্দিন পালোয়ান গাজীপুর-৩, ডা. জুয়েল কবীর গাজীপুর-৪, মো. আরিফুল ইসলাম ভূইয়া নরসিংদী-১, রাজিব হোসেন রাতুল নরসিংদী-৩, প্রফেসর ওয়াইজ উদ্দীন নরসিংদী-৪, সৈয়দ জাহাঙ্গীর আলম নরসিংদী-৫, হাজী মো. আতাউর রহমান মুন্সীগঞ্জ-১, মো. আশ্রাফুল আলম মুন্সীগঞ্জ-২, গোলাম মোর্শেদ (জিএম) ময়মনসিংহ-৩, মো. জহিরুল ইসলাম ময়মনসিংহ-৫, মো. শফিকুল আলম ময়মনসিংহ-৯, নাজমা আক্তার ময়মনসিংহ-১০, মো. আবদুল জব্বার কিশোরগঞ্জ-২, এনামুল হক মঞ্জু টাঙ্গাইল-২, মো. খলিলুর রহমান টাঙ্গাইল-৩, মোন্তাজ আলী টাঙ্গাইল-৪, মো. সালামত টাঙ্গাইল-১, মো. বরকত উল্লাহ নেত্রকোনা-২, মো. আব্দুল হাকিম শান্তি জামালপুর-৩, মো. নজরুল ইসলাম আকন্দ জামালপুর-৫, মো. বাদশা মুন্সী বরিশাল-১, মো. আব্দুর রশিদ পটুয়াখালী-১, কে এম ইদ্রিছ আলী খুলনা-২, এস এম সাব্বির হোসেন খুলনা-৩, শেখ আনছার আলী খুলনা-৪, শেখ মর্তুজা আল মামুন খুলনা-৬, খান আরিফুর রহমান বাগেরহাট-২, আলহাজ মো. রেজাউল শেখ বাগেরহাট-৩, মো. মেহেদী হাসান মাসুদ কুষ্টিয়া-৪, আ. লতিফ খান যুবরাজ চুয়াডাঙ্গা-২, মো. সহিদুল আলম মেহেরপুর-১, মো. আলী আকবর, মেহেরপুর-২, মো. সাজেদুর রহমান ডাবলু যশোর-১, হাজী মো. মহিদুল ইসলাম যশোর-২, মো. মনিরুজ্জামান মনির যশোর-৩, মো. লিটন মোল্লা যশোর-৪, মো. রবিউল ইসলাম যশোর-৫, মো. সাইদুজ্জামান যশোর-৬, মো. আবু তালেব সেলিম ঝিনাইদহ-২, মো. ইছাহাক আলী বিশ্বাস ঝিনাইদহ-৪, মো. বাবুল চাঁপাইনবাবগঞ্জ-৩, মো. আলমগীর হোসেন সিরাজগঞ্জ-৩, মো. জহির রায়হান সিরাজগঞ্জ-৪, মো. ফয়সাল বিন শফিক (সনি) বগুড়া-৬, এস জে এম আর ফারুক নওগাঁ-২, মো. আশরাফ উজ জামান, রংপুর-২, মো. আলমগীর হোসেন আলম রংপুর-৩, লায়লা আনজুমান আরা বেগম রংপুর-৪, মো. শামিম মিয়া রংপুর-৫, মো. আ. হাই কুড়িগ্রাম-১, মো. শাহ আলম কুড়িগ্রাম-৪, মো. আবুল কালাম বিএসসি গাইবান্ধা-৪, মো. সামসুদ্দোহা ঠাকুরগাঁও-২, মো. সুমন রানা পঞ্চগড়-১, আ. লতিফ স্বপন কুমিল্লা-২, অ্যাডভোকেট মো. আবদুল হালিম কুমিল্লা-৪, মো. নুরুল আলম ভূঞা কুমিল্লা-৫, অ্যাডভোকেট মো. আবুল হোসেন মজুমদার কুমিল্লা-৬, মুফতী শরীফুল ইসলাম সাইফী কুমিল্লা-৮, অ্যাডভোকেট টিপু সুলতান কুমিল্লা-৯, একেএম আব্দুস সালাম মজুমদার কুমিল্লা-১০, মো. তাজুল ইসলাম বাবুল কুমিল্লা-১১, দেওয়ান কামরুন্নেছা চাঁদপুর-৩, বাচ্চু মিয়া ভাসানী চাঁদপুর-৪, মো. ওবায়েদ মোল্লা চাঁদপুর-৫, জহিরুল ইসলাম জুয়েল ব্রাক্ষণবাড়িয়া-২, মো. সেলিম কবীর ব্রাহ্মণবাড়িয়া-৩, মো. রশিদ উলল্গাহ ব্রাহ্মণবাড়িয়া-৫, মো. বাহার উদ্দিন নোয়াখালী-৩, মো. নজরুল ইসলাম ফেনী-২, আমানউল্লাহ আমান সুনামগঞ্জ-১, মো. শাহজাহান চৌধুরী সুনামগঞ্জ-৩, মো. আনছারুল হক বাবুল হবিগঞ্জ-৪, কাজী নজরুল ইসলাম কুমিল্লা-৩, মো. শফিকুল ইসলাম, রাজশাহী-৫ এবং মাহ্ফুজুর রহমান নারায়ণগঞ্জ-১।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply