ভ্যাট আদায় করতে গিয়ে ব্যবসায়ীদের হয়রানি নয়: এনবিআর চেয়ারম্যান

|

ভ্যাট আদায় করতে গিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। আইনের আওতায় থেকে কাজ করতে হবে কর্মকর্তাদের। এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে ভ্যাট দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে সেমিনারে তিনি বলেন, করদাতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবে এনবিআর। তাই নির্ভুল ভ্যাট আদায় নিশ্চিতে অনলাইনে সেবা পাবেন তারা। তাহলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সহজ হবে।

তিনি জানান, দেশের মোট রাজস্বের মাত্র ৩৮ ভাগ আসে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে; যা কাঙ্খিত নয়। এ সময় তামাবিল স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের মারধরের ঘটনায় নিন্দা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, সামান্য ভুল বুঝাবুঝি থেকে কর্মকর্তাদের রক্তাক্ত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply