গাজীপুরে সজীব ওয়াজেদ জয়ের ভুয়া পিএস গ্রেফতার

|

গাজীপুর প্রতিনিধি
মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পিএস পরিচয়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারী সংস্থায় চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১।

তার নাম মো.সাব্বির মন্ডল ওরফে শামসুল। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে এই ধরনের প্রতারণা করে আসছিল বলে পোড়াবাড়ি র‌্যাব কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন জানান। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির মন্ডল গাইবান্ধার সাঘাট থানার উত্তর গুটিয়া সরদার গ্রামের আয়ুইব আলীর ছেলে। সে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাব্বির মন্ডল দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পিএস পরিচয় দিয়ে সচিবালয়সহ বিভিন্ন সরকারী সংস্থায় চাকরি দেওয়ার নামে লোকের কাছ থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়া। বৃহস্পতিবার ভোরে মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply