মহিলা দলের সভানেত্রী গ্রেফতার

|

জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার বংশালের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাসা থেকে আমার মাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাকে বংশাল থানায় রাখা হয়েছে। গত জানুয়ারি মাসে একটি ভাঙচুরের মামলায় পুলিশ রাজিয়া আলিমকে গ্রেফতার দেখিয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম। ওই আসন থেকে প্রয়াত সাবেক সাংসদ নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply