ভিকারুননিসা নূন স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ

|

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রি অধিকারী আত্মহত্যার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলের সামনে বিক্ষোভ করছে। সকাল থেকে অভিভাবকরা বিভিন্ন ব্যানার নিয়ে স্কুলের সামনে অবস্থান নেয়। তারা বলছেন, এ ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয়, তার ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকেই।

এদিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তার পদত্যাগের দাবি তুলেছেন অভিভাবকরা।

এসময় বিভিন্ন ব্যানারে লেখা দেখা যায়, উই ওয়ান্ট জাস্টিস, এ কেমন শিক্ষা,যারজন্য শিক্ষার্থীকে জীবন দিতে হয়। পদত্যাগের স্লোগান দিয়ে স্কুলের সামনে অবস্থান করছেন অভিভাবকরা।

সকালে শিক্ষামন্ত্রী স্কুলে যান, তিনি জানান শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


এছাড়া ভিকারুন্নিসার ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে বাজে দৃষ্টান্ত ও হৃদয় বিদারক বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply