ব্যালন ডি’অর জিতলেন লুকা মডরিচ

|

ক্রিশ্চিয়ানো রোনালদো ও আঁতোয়ান গ্রিজম্যানকে পেছনে ফেলে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন ক্রোয়েট মিডফিল্ডার লুকা মডরিচ।

আর এর মাধ্যমে ব্যালন ডি’অর পুরস্কারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এক দশকের আধিপত্যের অবসান ঘটালেন এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। গেলো এক দশকে পাঁচবার করে এই পুরস্কার জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মডরিচ।

এরআগে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কারের পাশাপাশি উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হোন তিনি। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন লুকা মডরিচ।

এদিকে সেরা অনুর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন নরওয়ের ফরোয়ার্ড আদা হেগেরবার্গ। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের দেয়া ভোটে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এই পুরস্কার দিয়ে থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply