চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

|

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে রুপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় জমা দেয়া ওই অভিযোগপত্র।

চাঞ্চল্যকর এ ঘটনার ৪০তম দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুরের অরনখোলা ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম খান সিদ্দিকী টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

পুলিশ জানায়, গ্রেফতার আসামি ছোঁয়া পরিবহনের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা, লাশ গুমের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, চিকিৎসকসহ পাঁচ-ছয়জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
মামলার আলামত হিসেবে ছোঁয়া পরিবহন বাস, রুপার ব্যবহৃত মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, চশমা, রক্তমাখা পোশাকের কথা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply