গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি রোধে হাইকোর্টে রিট

|

গ্যাস পাইপলাইন ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সকালে গ্যাস পাইপলাইন ও সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী অমিত দাস গুপ্ত। রিটের শুনানি শেষে আদালত গ্যাস পাইপলাইন ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। সেই সাথে কেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে না জানতে চাওয়া হয়েছে। জ্বালানি সচিবসহ চারজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply