হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার বিচার প্রক্রিয়া শুরু

|

হলি আর্টিজান রেস্তোরায় অভিযান। ফাইল ছবি

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা মামলার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। অভিযুক্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করবেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশ ও বিদেশিসহ ২০ জন নিহত হয়। ঘটনায় মোট ২১ জনের জড়িত থাকার প্রমাণ পায় কাউন্টার টেররিজম ইউনিট। এর মধ্যে ঘটনার দিন ৫ জন ও পরে বিভিন্ন অভিযানে আরও আটজন নিহত হয়।

গত ২৩ জুলাই অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৬ নভেম্বর সন্দেহভাজন ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সন্ত্রাসবাদ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। অভিযুক্তরা হলেন- রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন। এর মধ্যে খালেদ ও রিপন পলাতক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply