মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন আজ থেকে

|

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আজ থেকে ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। রোববার, যাচাই-বাছাই শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩০০ সংসদীয় আসনে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন। এই তিন দিনের মধ্যে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এসব আপিল নিষ্পত্তি করবে।

গতকাল রোববার খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি আসনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়। এর বাইরে বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা রয়েছেন।

ফরমে ত্রুটি, প্রার্থীরা ঋণখেলাপি ও দুর্নীতি মামলার আসামি হওয়া ছাড়াও স্থানীয় সরকারের অন্যান্য পরিষদের নির্বাচিত প্রতিনিধি হওয়ায় মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে।

কমিশন থেকে দলভিত্তিক তালিকা প্রকাশ না করলেও বাতিল হওয়া মনোনয়নপত্রের বেশিরভাগ বিএনপি প্রার্থীর। এছাড়া, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ দলটির বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply