ফলোঅনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

|

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে উইন্ডিজ। টাইগারদের দেয়া ৫০৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ৮ উইকেটে ৯৩ রান।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগের দিন ৫ উইকেটে ৭৫ রানের সংগ্রহ সমৃদ্ধ করতে তৃতীয় দিনের শুরু করেন শিমরন হিটমায়ার আর শেন ডরউইচ। দিনের শুরুতেই শিমরন হিটমায়ারকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস সেরা ৩৯ রান করেন হিটমায়ার। অতিথিদের স্কোর তখন ৮৬। ছোট্ট বিরতিতে দেবেন্দ্র বিশুকে সাদমান অনিকের ক্যাচে পরিণত করেন মিরাজ। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন মিরাজ। দলীয় ৯১ রানে মিরাজের ষষ্ঠ শিকার ছিলেন কেমাররোচ। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০৮ রান তুলে টাইগাররা। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্টিভ রোডসের শিষ্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply