প্রশাসনে রদবদলের দাবি বিএনপির

|

প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছে বিএনপি। আজ বিকেলে নির্বাচন কমিশনে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই দাবি জানায়।

সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই দাবি করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিচারিক আদালত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি’র সাত সম্ভাব্য প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের জামিন হচ্ছে না উল্লেখ করে মওদুদ বলেন, সরকারের সাজানো পুলিশ ও সিভিল প্রশাসন দলীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতার সুযোগ নিচ্ছেন মন্ত্রী-এমপিরা। এ পরিস্থিতির পরিবর্তন না হলে নির্বাচনে থাকা কঠিন বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply