ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল দোষী সাব্যস্ত

|

রাশিয়ায় ট্রাম্পের আবাসন প্রকল্প নিয়ে কংগ্রেসকে মিথ্যা তথ্য দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। বৃহস্পতিবার, ম্যানহাটনের ফেডারেল কোর্টে নিজের দোষ স্বীকার করেন কোহেন।

দাবি করেন, ট্রাম্পের প্রতি বিশ্বস্ততার কারণে এ কাজ করেন তিনি। আদালতে এ নিয়ে দ্বিতীয়বার মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করলেন কোহেন। এর আগে আগস্টে, নির্বাচনী প্রচারণায় নিয়ম বহির্ভূতভাবে অর্থ দেয়ার ঘটনাও স্বীকার করেন তিনি। ট্রাম্পের সাবেক প্রেমিকাদের মুখ বন্ধ রাখতে তাদের বড় অংকের অর্থ দেন কোহেন। তবে ট্রাম্পের নির্দেশেই এ কাজ করেন বলে দাবি করেন তিনি। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি, শাস্তি কমানোর আশায় কৌসুলিদের মিথ্যা তথ্য দেন কোহেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply