নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করলে ব্যবস্থা: রফিকুল ইসলাম

|

নির্বাচনী প্রক্রিয়ায় কেউ প্রভাব বিস্তার করলে, ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে কমিশন ভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

সবাই পেশাদারিত্বের সাথে কাজ করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না জানিয়ে রফিকুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কমিশন। রিটার্নিং কর্মকর্তার গাফিলতিতে মনোনয়নপত্র জমা দিতে না পারলে, কমিশন বা আদালতের মাধ্যমে প্রতিকার করে পরে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবনে নেতাকর্মীদের বৈঠক, আচরণবিধি লঙ্ঘন নয় বলে মনে করে ইসি।

ঐক্যফ্রন্টের বিভিন্ন দাবির কারণে ইসি চাপে আছে বলে সরকারি দলের নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে কমিশনার বলেন, সবপক্ষের দাবি থাকলেও শুধুমাত্র যৌক্তিক দাবি মেনে নেয়া হবে। তবে এবিষয়ে নির্বাচন কমিশন কোন চাপে নেই ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply