স্বর্ণ পাচার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় কাওসার (৩৭) নামে এক পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা একই উপজেলার নাস্তিপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে কাওসার ও একই গ্রামের শামসুল হকের ছেলে আনিসুরকে ২ কেজি ৪শ গ্রাম স্বর্ণসহ আটক করে। এ ঘটনায় বিজিবির সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে দুই জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী দামুড়হুদা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান আসামি কাওসার ও আনিসুরকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩ আগষ্ট আদালতে অভিযোগপত্র প্রেরণ করেন। বিজ্ঞ আদালত আলোচিত এ মামলায় মোট ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে কাওসারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি আনিসুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply