পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়: সন্তু লারমা

|

সংসদ নির্বাচন ঘিরে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।

সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সংসদ নির্বাচন ঘিরে পাহাড়ি অঞ্চলে অত্যাচার-নিপীড়ন চালানো হচ্ছে। পথে পথে চেকপোস্ট বসিয়ে হয়রানি করা হচ্ছে। পার্বত্য শান্তিচুক্তির তিন ভাগের দু’ভাগ বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ করেন সন্তু লারমা। তার দাবি, যারা চুক্তি করেছিলেন তারাই এখন এর বিলুপ্তি চাইছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply