সুনামগঞ্জ-৪ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী

|

সুনামগঞ্জ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মতিউর রহমান সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ। বুধবার মনোনয়ন দাখিলের শেষ সময়ে মতিউর রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের প্রচার গোলাম সাবেরীন সাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম ছিদ্দীকি উজ্জ্বল, বিশ্বম্ভরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, সহসভাপতি মরম আলী, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, বিশ্বম্ভরপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ স্বজন, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সমআদক কামরুজ্জামান।

মতিউর রহমানের ব্যক্তিগত ফেসবুকে মনোনয়ন দাখিলের ছবি পোস্টা করে লিখেছেন-

আসসালামুআলাইকুম / আদাব। আমার পক্ষে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, ইনশাআল্লাহ জয় হবেই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম জানান, জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদর আসন, গেল দুইবার এই আসনটি জাপাকে ছেড়ে দেয়া হয়েছিল। আসন্ন নির্বাচনে জাপাকে এই আসনে এখনো মহাজোটের প্রার্থী ঘোষণা করা হয়নি, আশা করছি দলয়ি সভানেত্রী বিষয়টি বিবেচনা করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply