খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

|

কোন আসামি যদি দু’বছরের বেশি সাজাপ্রাপ্ত হয় এবং তার দণ্ড বাতিল না হয়; তাহলে সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।। তিনি বলেন, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত এবং তাঁর সাজা বাতিল হয়নি; তাই তিনিও ভোটে দাঁড়াতে পারবেন না।

এরআগে সকালে বিচারিক আদালতে দু’বছরের বেশি সাজা হলে এবং সে সাজা পরবর্তীতে বাতিল না হলে, কোন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, কোন মামলায় আসামির সাজা হলে হাইকোর্টে সে সাজা স্থগিতের বিধান নেই।

আদালতের এই রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের এই আদেশের কারণে খালেদা জিয়া,নির্বাচনে অংশ নিতে পারবেন না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply