কমিশনের নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না: সিইসি

|

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, বিনা কারণে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ শনিবার সকালে নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে বৈঠক শুরুর পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় সিইসি আরো বলেন, কমিশনের নির্দেশ ছাড়া পুলিশ কাউকেই গ্রেফতার করছে না। তারা ইসির নির্দেশ মেনেই চলছে। আইনশৃঙ্খলা বাহিনী কমিশনের নিয়ন্ত্রণে আছে বলেও জানান কে এম নুরুল হুদা। আজকের বৈঠকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রিজাইডিং অফিসারদের সহযোগিতার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সিইসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply