ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৪ 

|

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে আসাদুজ্জামান বিপ্লব নামের একজন সন্ত্রাসী ও চার মাদক কারবারীসহ বিভিন্ন মামলায় ৪৪জন আটক করা হয়েছে। এ সময় গোয়েন্দা পুলিশ একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত এ অভিযানে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে সন্ত্রাসী, মাদক কারবারীসহ বিভিন্ন মামলায় ৪৪জনকে আটক করা হয়েছে।

গতকাল গভীর রাতে গোয়েন্দা পুলিশের দল ঝিনাইদহের কালীগঞ্জ সড়কে চেকপোষ্টের মাধ্যমে তল্লাশি চালিয়ে আসাদুজ্জামান বিপ্লব নামের এক সন্ত্রাসীকে আটক করে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী বিপ্লব যশোরের শার্শা উপজেলার মাটি পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ধারনা করছে, আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতা করতে পারে বলে অস্ত্র বহন করে যাচ্ছিল।
তার বিরুদ্ধে আজ শুক্রবার সকালে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply